নিজস্ব প্রতিবেদক
যশোরে ১১ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম নামে এক কারবারীকে আটক করেছে র্যাব। গত বুধবার রাতে যশোরের উপশহর এলাকা থেকে তাকে আটকের পর মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। মনিরুল ইসলাম নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মনির হোসেন নামের এক যুবক লাগেজের মধ্যে করে মাদক নিয়ে নড়াইলের উদ্দেশে যশোর নিউ মার্কেট এলাকায় অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ল্যাগেজ তল্লাশি করে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।