নিজস্ব প্রতিবেদক
১১ সংগঠক-খেলোয়াড় ও পৃষ্ঠপোষকের বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি যশোর জেলা শাখা ঘোষিত ২০২২-২০২৩ সালের বর্ষসেরা পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে এ পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন, ২০২২ সালের সেরা ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো, সেরা ক্রিকেটার সানজিদা আক্তার মেঘলা, হ্যান্ডবল খেলোয়াড় মিথিলা আক্তার জিমি, অ্যাথলেটিক্স চয়ন কুমার জিমি। ২০২৩ সালে সেরা সংগঠন শামস্-উল-হুদা ফুটবল একাডেমি, সেরা সংগঠক সোহেল আল মামুন নিশাদ ও রায়হান সিদ্দিকী প্রবাল, একই বছরে সেরা পৃষ্ঠপোষক রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল লিমিটেড। ২০২৩সালে ক্রিকেটে শাহরিয়ার শাকিব, ভলিবলে ইব্রাহিম হোসের রাজু ও বাস্কেটবলে রাহুল হাসান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহারিয়ার জাহেদী। যশোর ক্রীড়া লেখক সমিতির সভাপতি চিন্ময় সাহা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম কালু।
অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য কাওসার আলী, মনিরুজ্জামান মুনির, রতন সরকার, মাসুদ রানা বাবু, ইমরান হোসেন পিংকু, ডিএইচ দিলসান প্রমুখ।