নিজস্ব প্রতিবেদক
পরিচায় বদলে বিভিন্ন জেলায় ১২ বছর পলাতক ছিলো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদককারবাবি বিল্লাল হোসেন। অবশেষে নড়াইলের বৌবাজার থেকে তাকে গ্রেফতার করেছেন র্যাব ৬ যশোরের সদস্যরা। বৃহস্পতিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব ৬ যশোর, সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান। গ্রেফতারকৃত আসামী বিল্লাল হোসেন যশোর শহরের শংকরপুর এলাকার বাসিন্দা।
ব্রিফিংয়ে কোম্পানী কমান্ডার এম নাজিউর রহনাব জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিল্লাল হোসেন দীর্ঘদিন যাবত যশোর জেলাসহ বিভিন্ন জেলায় মাদককারবার পরিচালনা করে আসছিল। গত ২০১১ সালের অক্টোবর মাসে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গোপালগঞ্জ ডিবি পুলিশের তাকে গ্রেফতার করে। পরে আদালত থেকে জামিন পেয়ে সে তার মাদককারবার পুনরায় চালু করে। এই মামলার বিচার শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত আসামী বিল্লাল হোসেনকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এরপর থেকেই আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় বুধবার মধ্যরাতে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল নড়াইল বৌবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল প্রকাশ
১ Comment
Pingback: রাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু ম্যুরাল পরিদর্শনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য