এম আর মাসুদ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় ধানের নূন্যতম মূল্য নির্ধারণ, অন্যান্য ফসলের লাভজনক দাম, ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষক সমিতি। বুধবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ কৃষক সমিতি, ঝিকরগাছা উপজেলার সভাপতি ফসিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সাঈদ আহম্মেদ স্বাক্ষরিত স্মারকলিপিতে ১০টি দাবি উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো, নূন্যতম ১৫০০ টাকা মণ দরে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। ফসলের লাভজনক দাম দিতে হবে। অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করতে হবে। সারের বর্ধিত দামসহ, বীজ, কীটনাশক, বিদ্যুৎ বিল, সেচ ও অন্যান্য কৃষি উপকরণের দাম কমাতে হবে। গদখালীতে কেন্দ্রীয় ফুল গবেষণা কেন্দ্রের প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন চাই। সবজি, ফল ও ফুল সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজ ও মার্কেট অবকাঠামো নির্মাণ করতে হবে। বিএডিসিকে সচল, পল্লী রেশন ও শস্যবীমা চালু করতে হবে। পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম ও হয়রানি বন্ধ করতে হবে। সেচের মাধ্যমে সরকারি বরাদ্ধকৃত কৃষি ভুতুর্কির টাকা সাধারণ কৃষকের প্রাপ্তির নিশ্চিতকরণ করতে হবে ও ঘের মালিকদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কপোতাক্ষ নদের সীমানা নির্ধারণ এবং প্রয়োজনীয় সুষ্ঠু ব্যবস্থাপনায় খনন ও সংস্কারের ব্যবস্থা করতে হবে।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কে এম মামুনুর রশীদ বলেন, স্মারকলিপি গ্রহন করেছি। এটি প্রধানমন্ত্রী কার্যালয়ে ফরোয়ার করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি, যশোর জেলার সভাপতি আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, ঝিকরগাছা উপজেলার সভাপতি ফসিয়ার রহমান, ইউসুফ আলী, হায়দার আলী, তোফায়েল আহমেদ, শরিফুল ইসলাম, শাহাদাৎ হোসেন, আব্দুর রশিদ, শাহিন হোসেন প্রমুখ।