নিজস্ব প্রতিবেদক
ঢাকার ডিবি হারুণের লোক পরিচয়ে জালজালিয়াতির মাধ্যমে ১৫ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা আত্মসাতের অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল যশোরের রাজারহাট এলাকার নাজিম উদ্দিনের ছেলে এবং চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার কোর্টপাড়ার বাসিন্দা শাহীনুজ্জামান বাদী হয়ে এই মামলাটি করেছেন। বিচার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য ঝিকরগাছাড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এই মামলার আসামি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঘোড়াকান্দা এলাকার জব্বর জুট মিলের প্রান্ত নীড়ের বাসিন্দা এবং ঢাকার মিরপুরের পল্লবী থানা এলাকার সিরাজুল হকের ছেলে আজিজুল হক।
বাদী মামলায় বলেছেন, তিনি একজন বাংলাদেশ ট্রান্সপোর্ট এন্ড রেন্টাল কর্পোরেশনের মালিক। বাদীর ২৮টি ট্রাক ও তিনটি বাস রোডে চলাচল করে। অপরদিকে আসামি তৎকালীর ঢাকার ডিআইডি (ডিবি) হারুণের লোক পরিচয় দিয়ে ২০২২ সালে বাদীর সাথে পরিচয় হয়। এরপরে ডিবি হারুনের ড্রাগন ফল লাগবে বলে বাদীর কাছ থেকে ওই বছরের ২৭ জুলাই তিনশ’ টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র তৈরী হয়। বাদী প্রায় দুই বছর ধরে আসামিকে ১৫ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকার ড্রাগন ফল প্রদান করেন। ওই টাকার বিপরীতে মাত্র ২৭ লাখ টাকা পরিশোধ করেছে আসামি। এরইমধ্যে দুই বছর পার হওয়ায় বাকি টাকার জন্য আসামিকে তাগাদা দেয়া হলে কালক্ষেপণ করতে থাকেন। ফলে বাদী এই ঘটনায় চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা করেন। ওই মামলাটি চুয়াডাঙ্গা ডিবি পুলিশ তদন্ত করে সত্যতা পেয়ে আদালতে রিপোর্ট দাখিল করে। বর্তমানে মামলাটি চার্জ গঠনের পর্যায়ে রয়েছে। এরইমধ্যে আসামি ছয়টি রিকনডিশন গাড়ি বিক্রি করার জন্য বাদীকে প্রস্তাব দেন। বাদী ওই ছয়টি গাড়ি নগদ মূল্যে ক্রয় করেন। পরবর্তীতে ছয়টি গাড়ির মধ্যে আবার দুইটি আসামি ফেরৎ গ্রহণ করেন। যাহা স্ট্যাম্পে চুক্তিপত্র লেখা রয়েছে। কিন্তু আসামি ক্রয়কৃত গাড়িগুলো ভাড়ায় চালিত বলে জালজালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করেছে। তবে বাদীর পাওনা ১৫ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা দাবি করলে টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে গত ১২ সেপ্টেম্বর ঝিকরগাছার বিএম হাই স্কুল মাঠে এই বিষয়ে আসামির সাথে বাদীর দ্বিপাক্ষিক আলোচনা বৈঠক হয়। ওই বৈঠকে আসামি জালজায়িাতি করা কাগজপত্র প্রদান করেন। ফলে বাদীর সাথে প্রতারনার মাধ্যমে জালজালিয়াতি করে ১৫ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা আত্মসাতের চেষ্টা করছেন।