নিজস্ব প্রতিবেদক
১৭ দফা দাবি তুলে বিক্ষোভ করেছেন যশোর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা বলেন, বিএমডিসি অ্যাক্ট-২০১০ যথাযথ প্রয়োগের মাধ্যমে নূন্যতম এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ চিকিৎসক পদবি ব্যবহার করতে পারবে না, সেটি নিশ্চিত করা, মেডিকেল চিকিৎসা ডিপ্লোমাধারীদের পরিচিতি বিএমডিসি আইন অনুযায়ী মেডিকেল সহকারী হিসেবে নিশ্চিত করা, মেডিকেল সহকারীদের জন্য নির্ধারিত ৭৩টি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, সরকারের লেজুড়বৃত্তি পরিহার করে স্বায়ত্বশাসিত সংস্থা হিসেবে বিএমডিসি চিকিৎসকদের ন্যায়গত অধিকার বাস্তবায়ন, পরিপূর্ণ স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এবং বাস্তবায়ন ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামো নিশ্চিত করাসহ ১৭ টি দাবি জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে দাবি না মানা হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।
