বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজনে যশোরে খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে ১৯ মার্চ শামস্-উল হুদা স্টেডিয়ামে। বাছাই কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বাছাই কার্যক্রমে অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড়দের বিকেএসপি’র অনলাইনে আবেদন করতে হবে। ৮ হতে ১২ বয়সী ছেলে ও মেয়েদের বক্সিং, জিমন্যাস্টিক, সাঁতার ও টেনিস ইভেন্টে এবং ১২-১৩ বছর বয়সী ছেলে ও মেয়েদের অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, করাতে, শ্যুাটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াশ ও কাবাডি ইভেন্টের বাছাই কার্যক্রমে অংশ নিতে পারবে।
বাছাই পরীক্ষার সময় দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও পিইসি সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।
-প্রেস বিজ্ঞপ্তি