ঢাকা অফিস
১ কেজি গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে বুধবার তাঙ্গারাজু সুপ্পিয়াহ (৪৬) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিঙ্গাপুর। মৃত্যুদণ্ডের সাজা বাতিলের জন্য আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেই দক্ষিণ-পূর্ব এশিয়ার ধনী নগররাষ্ট্র সিঙ্গাপুর এই সাজা কার্যকর করে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এএফপি জানায়, ১ কেজি ১৭.৯ গ্রাম গাঁজা পাচারের দায়ে ২০১৭ সালে দোষী সাব্যস্ত হন তাঙ্গারাজু সুপ্পিয়াহ। সিঙ্গাপুরের আইনে এর অর্ধেক গাঁজা রাখার দায়ে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ২০১৮ সালে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আপিল আদালত সেই সিদ্ধান্ত বহাল রাখে।
তাঙ্গারাজুর মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সোমবার জেনেভা ভিত্তিক গ্লোবাল কমিশন অন ড্রাগ পলিসির সদস্য ব্র্যানসন ব্লগে লিখেছিলেন, গ্রেপ্তারের সময় তাঙ্গারাজু মাদকের ‘ধারেকাছেও ছিলেন না’। সিঙ্গাপুর একজন নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে।
সিঙ্গাপুর বিষয়ক জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তাঙ্গারাজুর সাজা ‘জরুরি পুনর্বিবেচনার’ অনুরোধ জানিয়েছিল। ব্রিটিশ টাইকুন রিচার্ড ব্র্যানসনও মৃত্যুদণ্ডাদেশ স্থগিতের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এসব উপেক্ষা করেই ওই ব্যক্তিকে ফাঁসি দেয়া হয়।
তাঙ্গারাজুর ফাঁসির মধ্য দিয়ে গত ছয় মাসে এই প্রথমবারের মতো মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করল সিঙ্গাপুর।