ক্রীড়া ডেস্ক
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। পূর্বে ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা ছিল জস বাটলারদের। তবে সফর সূচিতে পরিবর্তন এনেছে ইংলিশরা। চারদিন পিছিয়ে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে তারা। এই সফরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল, সেই ম্যাচ দুটিও খেলবে না ইংল্যান্ড।
আজ মিরপুরে সংবাদ মাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ইংল্যান্ড টিম তাদের নিজস্ব পরিকল্পনা থেকে এই সফরটাকে শুধু অফিশিয়াল ম্যাচের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা জানিয়েছে।
প্রস্তুতি ম্যাচ বাতিল করলেও সিরিজের সূচিতে পরিবর্তন আসবে না বলে দৈনিক বাংলাকে জানিয়েছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস, ‘ইংল্যান্ড দল ২৪ তারিখ এসে ২৬ তারিখের প্রস্তুতি ম্যাচটিও খেলবে না। চারদিন অনুশীলন করবে। ১ তারিখ প্রথম ম্যাচ খেলবে।
১ মার্চ মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ ৩ মার্চ। চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে, ৬ মার্চ। এরপর ৯ মার্চ চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ আবার মিরপুরে, ১২ ও ১৪ মার্চ।
আরও পড়ুন: মার্তিনেজের বিশ্বকাপ জয় উদ্যাপন পার্টিতে ব্রাজিলিয়ান ফুটবলার
