নিজস্ব প্রতিবেদক
আগামীকাল ২৬ মে বিকাল ৪টায় শহরের টাউন হল মাঠে বড় ধরনের সমাবেশ করবে যশোর জেলা আওয়ামী লীগ। আজ সংগঠনের উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করবেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। এতে বক্তব্য রাখবেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, প্রতিমন্ত্রী স্বপন ভাট্টাচার্য্য, আফিল উদ্দিন এমপি, রনজিৎ রায় এমপি, মেজর জেনারেল (অব) ডা. নাসির উদ্দিন এমপি।
এতে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌরসভার মেয়ররা। সমাবেশে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।