নিজস্ব প্রতিবেদক
আগামী ২৬ সেপ্টেম্বর খুলনায় লংমার্চ সফল করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে যশোর বিএনপি। প্রতিদিনই কোন না কোন ইউনিয়নের সভা সমাবেশ করছে দলটি। এতে দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলার শীর্য পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকছেন। লং মার্চটি যশোর শহর হয়ে অভয়নগর দিয়ে খুলনায় প্রবেশ করবে। এতে কমপক্ষে ৫০ হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে আশা করছেন নেতারা। লং মার্চে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলুসহ দলের অন্যান্য শীর্য পয়ায়ের নেতারা উপস্থিত থাকবেন।
শুক্রবার রামনগর ইউনিয়নে ও বৃহস্পতিবার সদর উপজেলা দেয়াড়া ইউনিয়নে যৌথ সভা করে বিএনপি। এর আগে যশোর সদরের অন্যান্য ইউনিয়নে সভা করেছেন দলের নেতারা। এছাড়া জেলার ৮টি উপজেলায় চলছে সভা সমাবেশ ও লিফলেট বিতরণ।
যশোর জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু বলেন, খুলনার লংমার্চ সফল করতে যশোর বিএনপি তাদের প্রচারাভিযান অব্যাহত রেখেছে। প্রতিদিন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আমরা সভা সমাবেশ করছি। এতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ আসছে। আমরা আশা করছি যশোর থেকে ৫০ হাজারের বেশি মানুষ খুলনার লংমার্চে অংশ নেবেন। এর যাবতীয় প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, বিএনপির প্রতিটি কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ বাড়ছে। আগামী ২৬ সেপ্টেম্বরের লংমার্চেও যশোর থেকে হাজার হাজার মানুষ অংশ নেবে। লংমার্চে আমাদের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বতর্মান ক্ষমতাসীন আওয়ামী লীগ বিগত ১৫ বছর ধরে জনগণের ওপর নির্যাতন অন্যায় আচরণ করেছেন। আওয়ামী লীগ জনগণের সরকার নয়। যে কারণে তারা জনগণের মতামতকে তোয়াক্কা করে না। দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে। আর জনগণের পক্ষে দাঁড়ানোর কারণে বিএনপির নিরীহ নিরাপরাধ কর্মীদের অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করছে। এই সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষার জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করছে। এরই ধারাবাহিকতায় খুলনায় লংমার্চ করবে বিএনপি। সেখানে লাখো জনতা অংশ নেবে বলে আমি আশাবাদী।