নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের গাড়িখানা রোডস্থ আওয়ামী লীগের কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামত উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জসিম হোসেন, তরিকুল ইসলাম, নুর ইমাম বাবুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম, কামরুজ্জামান, শাহানুর আলম, পৌর ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দীন বাবু, বীন আমিন হাওলাদর, গাজী সালাউদ্দীন টিপু, পৌর ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, পৌর ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক অনীক আহমেদ, পৌর ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক সালাউদ্দীন বাবু, পৌর ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুর রহমান, হৈবতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মইন উদ্দীন আহমেদ, লেবুতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রকি, দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন, কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিয়ার রহমান টিটো, আরবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজোওয়ান ইসলাম, ইছালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হোসাইন, রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান, ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউর রহমান, কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল কবির, চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইফতেখার, সুমিত, চাঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক বাবু।
প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয়, ওদিন সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দলীয় সংগীত, বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা অর্পণ, কেক কাটা, বর্ণাঢ্য র্যালি, রক্তদান কর্মসূচি, এতিমদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।