বিনোদন ডেস্ক
আবার মুক্তি পাচ্ছে সালমান শাহ ও শাবনূর জুটির প্রথম ছবি ‘তুমি আমার’। প্রায় ২৯ বছর পর নতুন করে মুক্তি দেয়া হচ্ছে ছবিটি। জহিরুল হক পরিচালিত ছবিটি ১৯৯৪ সালের কোরবানির ঈদ উপলক্ষে ১৯ মে সারা দেশে মুক্তি পেয়েছিল। ভালোবাসা দিবস উপলক্ষে ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।
ছবিটি মুক্তির খবর জানিয়ে এর কাহিনিকার আব্দুল্লাহ জহির বাবু এক ফেসবুক পোস্টে লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি- “আমার বাবা, মরহুম জহিরুল হক পরিচালিত এবং আমার লেখা কাহিনি ও সংলাপসংবলিত প্রথম ছায়াছবি ‘তুমি আমার’ আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২৩-এ বরিশাল অভিরুচি সিনেমা হলে পুনরায় মুক্তি পেতে যাচ্ছে।
সর্বপ্রথম ১৯৯৪ সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল ‘তুমি আমার’। আমার বাবার ইন্তেকালের পর মরহুম তমিজ উদ্দীন রিজভী আঙ্কেল এর অবশিষ্ট পরিচালনার কাজ শেষ করার পর আদৃতা কথাচিত্রের ব্যানারে মুক্তি পায় সালমান শাহ ও শাবনুর অভিনীত প্রথম ছায়াছবি ‘তুমি আমার’।
আমার জীবনের সম্ভবত সবচেয়ে স্মৃতিবিজড়িত এবং উল্লেখযোগ্য ছায়াছবি ‘তুমি আমার’। ব্যাপারটি আমাকে জানানোর জন্য দেবাশীষ বিশ্বাস দাদাকে এবং মুক্তি দেয়ার জন্য জাহাঙ্গীর ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
জানা যায়, ‘তুমি আমার’ ১০ ফেব্রুয়ারি থেকে বরিশালের অভিরুচি সিনেমা হলে চলবে। ছবিটির বুকিং এজেন্ট হিসেবে আছেন জাহাঙ্গীর। তিনি জানান, এ মুহূর্তে দেশের সিনেমা হলগুলোতে দর্শক-খরা চলছে।
আবার ভালোবাসা দিবসে ভালো কোনো ছবিও নেই। সব মিলিয়ে সালমান শাহর এ ছবিটি তারা পরীক্ষামূলকভাবে মুক্তি দিচ্ছেন। হলমালিক মাত্র আড়াই হাজার টাকা ভাড়ায় এক সপ্তাহের জন্য ছবিটি নিয়েছেন। যদি ভালো চলে তাহলে অন্য সিনেমা হলেও চালাবেন।
আরও পড়ুন: আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী হোপ ফেস্টিভ্যাল