নিজস্ব প্রতিবেদক
উপজেলা পরিষদের অর্থায়নে যশোর সদর উপজেলা ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর ও সুলতানপুর এলাকায় ড্রেন নির্মাণ করা হয়েছে। এই ড্রেন নির্মাণের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন এবং জনসাধারণের চলাচলের সুবিধা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখায় সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঝুমঝুমপুর ও সুলতানপুর এলাকাবাসী।
যশোর সদর উপজেলা সূত্র মতে, ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর ও সুলতানপুর গ্রামের কিছু জায়গায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে মানুষের দুর্ভোগ পোহাতে হতো। চলতি বছরে ‘ইউডিএফ’ প্রকল্পের ৩৬ লাখ ১৮ হাজার ৮২৩ টাকা ব্যয়ে ঝুমঝুমপুর ও সুলতানপুর গ্রামে ড্রেন নির্মাণ করা হয়েছে। দুই গ্রামে প্রায় দেড় হাজার মানুষের ভোগান্তি দূর হয়েছে।
সুলতানপুর গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান আসাদ বলেন, অল্প বৃষ্টিতে আমার গ্রামের নি¤œ এলাকা তলিয়ে যায়। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা সমস্যার কথা জানালে ড্রেন নির্মাণ করে দেয়। এখন বৃষ্টি হলে সহজে পানি সরে যাই। আমরা ইএনও প্রতি কৃতজ্ঞ।
সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর ও সুলতানপুর গ্রামের এই ড্রেন নির্মাণে জলাবদ্ধতা নিরসন হয়েছে। এতে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এর আগে ড্রেন না থাকায় এলাকায় জলাবদ্ধতা থাকতো। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারতো না ঠিক মতো। ড্রেন নির্মাণের ফলে সমস্যার সমাধান হয়েছে।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন বলেন, জলাবদ্ধতা থেকে এলাকাবাসীকে রক্ষায় ড্রেন নির্মাণ করে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ড্রেনের সঠিক ব্যবহার করলে আর জলাবদ্ধতা হবে না। জনসাধারণ সচেতন হলে তবে সম্ভব হবে।
যশোর সদর উপজেলা প্রকৌশলী চৌধুরী মোহাম্মদ আছিফ রেজা বলেন, সদর উপজেলা ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর ও সুলতানপুর গ্রামের জলাবদ্ধা নিরাসে ড্রেন নির্মাণ করা হয়েছে। ‘ইউডিএফ’ প্রকল্পের ৩৬ লাখ ১৮হাজার ৮২৩ টাকা ব্যয়ে এ ড্রেন নির্মাণ করা হয়। সদর উন্নয়নের জন্য আরও কিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে।’
যশোর সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সাংবাদিকদের বলেন, সদর উপজেলা ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর ও সুলতানপুর গ্রামের কিছু জায়গায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হতো। আমরা চলতি বছরে দুই গ্রামে ড্রেন নির্মাণ করে দিয়েছি। উপজেলার আরও কয়েকটা জায়গা চিহৃত করেছি। দ্রুত সেই সব জায়গাতে ড্রেন নির্মাণ করা হবে।