নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার গদখালী ফুল চাষীদের মাঝে শনিবার দুপুরে স্বল্প সুদে ৪০ লাখ টাকা বিতরণ করেছে ঢাকা ব্যাংক।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে পানিসারা অ্যাসেম্বল ফুল সেন্টারে আয়োজিত সমাবেশে ৫৮ জন ফুল চাষির মাঝে ঋণ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হক বলেন, ফুলচাষি হিসেবে আপনারা দেশের অর্থনীতির একটা চালিকা শক্তি। ফুলের বাজার ১৫০০ কোটি টাকা থেকে ১৫ হাজার কোটি টাকায় আনতে হবে এ ব্যাপারে ঢাকা ব্যাংক আপনাদের পাশে থাকবে। আপনাদের ভূমিকার ওপর নির্ভর করে আগামীতে ৪০ লাখ টাকার তিন গুণ টাকা বেশি ঋণ দেবে ঢাকা ব্যাংক।
অন্যান্যের মধ্যে যশোরের এডিসি (সার্বিক) রফিকুল হাসান, ঢাকা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক, জাগরণি চক্রের পরিচালক (অর্থ) বিশ্বজিৎ কুমার ঘোষ, ঢাকা ব্যাংক যশোরের ব্যবস্থাপক হুমায়ুন কবিরসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।