কল্যাণ ডেস্ক
চট্টগ্রামের মীরসরাইয়ে চার পা-বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার সময় বারইয়ারহাটস্থ একটি বেসরকারি হাসপাতালে স্বাভাবিকভাবে শিশুটির জন্ম হয়। নবজাতকটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন ১নং বাগান বাজার ইউনিয়নের হাতির খেদা গ্রামের শহিদুল ইসলাম ও নাছরিন আক্তারের সন্তান।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রসব বেদনা নিয়ে গৃহবধূ নাছরিন আক্তার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় স্বাভাবিকভাবে মঙ্গলবার ভোরে হাসপাতালের গাইনি ডাক্তার মারিয়া কিবতিয়ার তত্ত্বাবধানে ঐ গৃহবধূ একটি সন্তান প্রসব করে। এ সময় দেখা যায় শিশুটি চার পা-বিশিষ্ট। তবে শিশুর পায়ুপথ ২টি দেখা গেলেও লিঙ্গ দেখা না যাওয়ায় বুঝা যাচ্ছে না শিশুটি ছেলে না মেয়ে। শিশুটির ওজন দুই কেজি ৮০০ গ্রাম। তবে মা ও শিশু সুস্থ রয়েছে।
ঐ গৃহবধূর স্বামী সাইদুল ইসলাম বলেন, ২০২০ সালে নাছরিনের সঙ্গে আমার বিয়ে হয়। একই বছর আমাদের নয় মাসের সময় একটি পুত্র সন্তান হয়। তখন শিশুটি ডেলিভারির সময় মারা যায়। এর দুই বছর পর এই শিশুটির জন্ম হয়। সন্তান হওয়ায় খুশি হলেও এখন কেবল দুশ্চিন্তা করছি এই শিশুর কি হবে।
শেফা ইনসান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এস এ ফারুক বলেন, শিশুটির স্বাভাবিকভাবে জন্ম হয়। তবে তার চার পায়ের মধ্যে দুইটি পা ক্লাব ফুট (মুগর পা) এবং বাকি দুইটি পা অস্বাভাবিক। শিশুটিকে আমি প্রাথমিকভাবে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যেতে বলেছি।
আরও পড়ুন: শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত লাশ, পারিবার বলছে হত্যা