নিজস্ব প্রতিবেদক: ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত হয়।
যশোর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু। অনুষ্ঠানে যশোর সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় ক্রিকেট, বাস্কেটবল, হ্যান্ডবল, টেবিলটেনিস, ভলিবল, ১০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড় ও রিলেরেস বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় যশোর দাউদ পাবলিক স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম ইসলাম সারাহ টেবিল টেনিস এককে রানার্স আপ এবং দ্বৌত বিভাগে সহপাঠী জারিন অরণীকে পার্টনার করে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ তাবাসসুম ইসলাম সারাহ প্রেস ক্লাব যশোরের সহ সভাপতি নূর ইসলামের কন্যা।
যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলাম এ্যাক্টিভিটিসে বরাবরই সেরা নৈপূণ্য প্রদর্শন করে জেলার মধ্যে সুনাম কুড়িয়েছে।