নিজস্ব প্রতিবেদক
জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের চলতি আসরে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়েছে জিলা স্কুল। শনিবার শামস্-উল হুদা স্টেডিয়ামে জিলা স্কুলকে ৫২ রানে গুটিয়ে ১১৩ রানের জয় পেয়েছে সম্মিলনী ইন্সটিটিউশন।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সম্মিলনী ইন্সটিটিউশনের অধিনায়ক সাকিরুল আলম শান্ত। ব্যাট করতে নেমে ৫০ ওভারের নির্ধারিত ম্যাচে ৪২ ওভার ২ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৭১ রান করে। এর মধ্যে অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ৫৪ রান। ব্যাট হাতে এসকে সাকিবুর রহমান ৪১ বলে ৪টি চারে ৩৩, সাজ্জাদ হোসেন শান ৭২ বলে ৩টি চার ও একটি ছয়ে ৩০, তৌফিক এলাহি পিয়াল ১৭, আশরাফুজ্জামান ১৩ ও নিবির পোদ্দার ১২ রান করেন। জিলা স্কুলের অধিনায়ক সাদিক হোসাইন নয়জন বোলার বোলার ব্যবহার করেছেন। এর মধ্যে রওনক রহমান ইহসান চার ওভারে চার রানে ৩টি, আবু সাঈদ শান্ত ২৫ রানে ৩টি, তুর্য সমাদ্দার ২টি, আল জান্নাত জিহাদ ও তাহসিন খান আলিফ ১টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে জিলা স্কুল ১৮ ওভার ২ বলে সবকয়টি উইকেট হারিয়ে ৫২ রানে গুটিয়ে যায়। ব্যাট হাতে অরন্য কুন্ডু ১৭ ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি।
বল হাতে সম্মিলনী ইন্সটিটিউশনের আশরাফুজ্জামান হৃদয় ১৪ রানে ৪টি, সাজ্জাদ হোসেন শান্ত ২৭ রানে ৩টি ও সিয়াম রহমান রাকিন ১টি উইকেট দখল করেন।