নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে ধোঁয়াশ কেটে গেছে। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের দিন অর্থাৎ ৫ জুনই হচ্ছে স্থগিত সদর উপজেলা পরিষদের নির্বাচন। দৈনিক কল্যাণ আদালতের রায়ের সূত্র ধরে আগেই ৫ জুন নির্বাচন হবে বলে সংবাদ প্রকাশ করেছিল। কিন্তু নির্বাচন কশিমশন (ইসি) ও জেলা নির্বাচন অফিস আদালতের রায়ের কপির অপেক্ষা করছিল। এজন্য ভোটের দিনক্ষণ প্রকাশে বিলম্ব করে। মঙ্গলবার জেলা নির্বাচন অফিস আনুষ্ঠানিকভাবে ৫ জুন স্থগিত নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।