নিজস্ব প্রতিবেদক
নানা আয়োজনে যশোরে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এদিন সকালে যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে দলীয় কার্যালয়ে উপস্থিত হন নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ এস এম হুমায়ুন কবির কবু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, সদস্য মুস্তাক আহম্মেদ, সামির ইসলাম পিয়াস, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, যশোর পৌর আওয়ামী লীগ নেতা ফিরোজ খান, আবুল খায়ের, জেলা যুবলীগের সদস্য শামীম জাকারিয়া, সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কাশেম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক টিপু সুলতান, সদর উপজেলা যুবলীগ নেতা সবুজ হোসেন, মেহেদী হোসেন, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা সেলিম, ছাত্রলীগ নেতা মুস্তাকিম, আহমেদ হৃদয়, প্রান্ত প্রমুখ।