আন্তর্জাতিক ডেস্ক
নেপালে ৭২ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকালে কাস্কি জেলার পোখারায় বিমানটি বিধ্বস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের এআরটি ৭২ বিমানটি।
ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।
হেলিকপ্টারে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে। এসব ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সে জায়গা অনেক আগুন ও ধোঁয়ায় পূর্ণ হয়ে গেছে।
আরও পড়ুন: ভারতীয় দুই সিরাপ ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য ডব্লিউএইচও’র সতর্কবার্তা
২ Comments
Pingback: নেপালে ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ - দৈনিক কল্যাণ
Pingback: নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮ - দৈনিক কল্যাণ