শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বিসিজি স্টেশনের কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৭ কেজি হরিণের মাংস ও একটি মোটরসাইকেলসহ দুই চোরা শিকারীকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত হরিণ শিকারীরা হলো, শ্যামনগর উপজেলার বড়ভেটখালী গ্রামের রবীন্দ্র মন্ডল (৩৫) ও হরিনগর গ্রামের মাজেদ সানা (৪৫)।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারের পক্ষে লে. কমান্ডার (বিএন) মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।