নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সরকার তার অবৈধভাবে ক্ষমতাকে চিরস্থায়ী করতে আগামী ৭ জানুয়ারি আবার প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করতে যাচ্ছে। কিন্তু জনগণ তাদেরকে আর প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করতে দেবে না। অতীতে আওয়ামী লীগ জনগণকে বারবার প্রতারিত করেছে। এবার সেই সুযোগ পাবে না।
বৃহস্পতিবার যশোর শহরের জেলা যুবদল আয়োজিত ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রা, গণসংযোগ ও প্রচারপত্র প্রদান কালে এ কথা বলেন।
এসময় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিস্ট সরকার জনগণের সাথে প্রতারণা করে ২০১৪ এবং ২০১৮ সালে যেভাবে ভোট করেছিল, এবার তারা নিজেরা নিজেরা ভোট করছে। কেবলমাত্র তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে। আমাদের লড়াই কেবলমাত্র গণতন্ত্র পুনরুদ্ধার কিংবা মুক্ত মানবাধিকারের জন্য নয়, স্বাধীনতা ও সার্বভৌম্ব রক্ষারও লড়াই। কারণ জনগণ মনে করে এই সরকার যদি টিকে যায়, তাহলে শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব বিপন্ন হবে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে এই সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না। আজকে বিএনপির নেতৃত্বে দেশের সকল গণতন্ত্র শাক্তি শেখ হাসিনার পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ। জনগণকে সাথে নিয়ে যে কোন মূল্যে এই সরকারের পতন নিশ্চিত করবো ইনশাল্লাহ। পরে অধ্যাপক নার্গিস বেগম নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে শহরে কাঠের পোল ও বড় বাজার এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।
এদিকে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত সদর উপজেলা ফতেপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।
জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খানের নেতৃত্বে উপশহর ইউনিয়নের বিভিন্ন বাজারে দলীয় নেতা-কমীরা গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। এছাড়া যশোর ২৫০ শয্যা হাসাপাতাল মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দল ও মনিহার এলাকায় নগর মহিলা দল প্রচারপত্র বিলি করে। যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপি, হৈবতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল পাড়া মহল্লায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী আইয়ুব ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুজ্জামান শার্শার নাভারণ মোড়ে পথসভা, গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। চৌগাছা উপজেলা বিএনপির স্বরুপদাহ ইউনিয়নে প্রচারপত্র বিলি করে।