নিজস্ব প্রতিবেদক : বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক বাংলাদেশের পূর্ব শর্ত হচ্ছে জনগণের পছন্দের সরকার রাষ্ট্র পরিচালনা করবে। তাই শহীদ জিয়ার সৈনিকেরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ পূর্ণ প্রতিষ্ঠা চান বলে নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের জন্য আন্দোলন করছে। যাতে করে জনগণ সুষ্ঠ নিরপেক্ষ, নির্মোহ, নিরভয়ে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিতে পারে। জনগণ দেশে বিরাজমান অবস্থার পরিবর্তনের লক্ষ্যে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত হয়েছে। জনগণ অচিরেই দেশে বিরাজমান রাজনৈতিক ক্ষমতা এবং প্রতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন ঘটিয়ে নতুন একটি বিপ্লব ঘটাবে।
সোমবার জেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, শহীদ জিয়াউর রহমান বাঙালী জাতিকে নিজস্ব জাতিসত্তা দিয়ে সমগ্র জাতিকে একতা বদ্ধ করেছিলেন। অতি অল্প সময়ের মধ্যে তিনি বাঙালী জাতিকে একটি শিক্ষিত আত্ম মর্যাদা ও আত্ম নির্ভরশীল জাতিতে পরিণত করেছিলেন। তিনি বাকশালকে হটিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথটি উন্মুক্ত করেন। ফিরে দেন সংবাদপত্র সহ জনগণের সকল মৌলিক অধিকার। তাই ৭ নভেম্বরের চেতনায় শানিত হয়ে আরেকটি বিপ্লবের মধ্য দিয়ে কতৃত্ববাদী সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল।
সর্বশেষ
- যশোরে পুলিশ সুপার ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা : সন্ত্রাসমুক্ত ও বাসযোগ্য শহরের অঙ্গীকার
- যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল এক তরুণের, আহত আরেকজন
- অশ্রুসিক্ত শ্রদ্ধায় যশোরে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস
- রোটারী ক্লাব অব যশোর মিডসিটি’র নতুন নেতৃত্বে সেলিম রেজা ও রাকিবুল আলম
- ধানক্ষেতে উড়ছে ধুলো, কানে বাজছে উল্লাস, যশোরে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় উৎসব
- সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে
- হাদিকে হামলাকারীর ভারতে পালানো ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা
- বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শার গোগায় দোয়া অনুষ্ঠিত