ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন করিম বেনজেমা। যা রিয়ালের জার্সিতে লা লিগার ইতিহাসে দ্বিতীয়।
তবে বেনজেমার আগে স্প্যানিশ জায়ান্টদের হয়ে লা লিগায় সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিক করেছিলেন ফার্নান্দো হিয়েরো। ১৯৯২ সালের ১৬ এপ্রিল এসপানিওলের বিপক্ষে এই রেকর্ডটি গড়েন তিনি। সেই ম্যাচে ৭-০ গোলে লিগের জয় পায় দলটি।
দীর্ঘ ৩০ বছর পর হিয়েরোর রেকর্ড ভাঙতে যাচ্ছিলেন করিম বেনজেমা। তবে রেকর্ড ভাঙা না হলেও মাত্র ৭ মিনিটেই হ্যাটট্রিকের কীর্তি গড়েন ব্যালন ডি অর জয়ী এ তারকা ফুটবলার!
রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ভায়াদোলিদের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধের ২২ মিনিটেই রিয়ালের হয়ে প্রথম গোল করেন রদ্রিগো। এরপর জাদু দেখাতে শুরু করেন বেনজেমা।
ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোলের দেখা পান বেনজেমা। দ্বিতীয় গোলটি করেন ৩২ মিনিটে। এরপর হ্যাটট্রিকের গোলটি করেন ৩৬ মিনিটে। এ ম্যাচে ৬-০ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পায় রিয়াল।
আরও পড়ুন:হার দিয়ে শুরু সাকিব-লিটনের কলকাতা