কল্যাণ ডেস্ক
মৌলভীবাজার সদর উপজেলার ৮ বছর বয়সী নাবালিকা শিশু ধর্ষণের অভিযোগে হান্নান মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর থানা পুলিশ।
শুক্রবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর (এসআই) মোখলেসুর রহমান লস্কর থানার অফিসার ফোর্সসহ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার এনায়েতগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক অভিযুক্ত হান্নান মিয়াকে গ্রেপ্তার করেন।
থানা সূত্রে জানা যায়, গত বুধবার (৮ মার্চ) বিকেলে মৌলভীবাজার সদর থানার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের লামা জগন্নাথপুরে অভিযুক্ত হান্নান মিয়া তার প্রতিবেশি শিশু রানী আক্তারকে (ছদ্মনাম) তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মৌলভীবাজার সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। ঘটনার পর পরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এই ঘটনায় গত ৯ মার্চ শিশুটির পিতা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, ঘটনার পর থেকেই থানার একাধিক টিম ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে কাজ শুরু করে। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত ময়মনসিংহ
