জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে মরিয়ম (৮) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোয়ালপাড়া বাজার মোড় মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া মাঠপাড়ার দিনমজুর ইকবাল হোসেনের কন্যা মরিয়ম খাতুন। নিহতের আরও দু’ছোট বোনকে নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে গোয়ালপাড়া বাজার মোড় মাঠে ঘাস কাটতে যায়। সেখানে অজ্ঞাত এক যুবক মরিয়ম খাতুনকে পার্শ্ববর্তী একটি ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যায়। অন্যদিকে দু’বোন তাদের বড় বোনকে না পেয়ে বাড়িতে চলে যায়। পরে খোঁজাখুজির পর মরিয়মের গলা কাটা লাশ ভুট্টা ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখা যায়।
নিহত মরিয়মের মেঝবোন আরজিনা খাতুন (৭) পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তারা মাঠে ঘাস কাটতে গেলে এক যুবক তাদেরকে বুধবারও একই সময় উত্যক্ত করেছিল।
সেই একই যুবক বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোয়ালপাড়া মাঠে দেখা যায় এবং তার বোন মরিয়মকে জোর করে ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যায়। এ সময় তারা বাড়িতে চলে যায়। প্রত্যক্ষদর্শী শিশু আরজিনা ওই যুবককে দেখলে চিনতে পারবে। তবে নাম জানে না বলে জানান।
সীমান্ত ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্যা বলেন, ঘটনাটি নির্মম ও লোমহর্ষক। ঘটনার সাথে জড়িত যেই হোক তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতকে সনাক্ত করতে সব ধরনের পুলিশি তৎপরতা শুরু হয়েছে।