সুরবিতান সংগীত একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকীতে নৃত্য পরিবেশন করে সংগঠনের শিশু শিল্পীরা। যশোর টাউন হল মাঠে,১০ মার্চ। ছবি : আইয়ুব হোসেন মনাশীতের আঁচ কাটিয়ে গ্রীষ্মের শুরু হয়েছে। ইতোমধ্যে তাপমাত্রাও ফের বাড়তে শুরু করেছে। বাংলায় এখন ফাল্গুনের শেষ সপ্তাহ হলেও তাপমাত্রা যেন চৈত্রের কাঠফাটা গরম! গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ক্রমশ বেড়ে চলছে। দুপুরের দিকে তীব্র তাপমাত্রায় শহরবাসীর অবস্থা নাজেহাল হয়ে যায়। পালবাড়ি মোড়,যশোর। ছবি : ইলিয়াস সাজু