নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় লুৎফর রহমান ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের হলরুমে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন লুৎফর রহমান ও তার পরিবার। লুৎফর রহমান বাঘারপাড়া উপজেলার আগড়া গ্রামের মৃত গোলাম নবি তালুকদারের ছেলে।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, তার বাড়ির পূর্ব পাশে নুরজামান নামে এক ব্যক্তির চায়ের দোকান আছে। সেখানে চা খাওয়ার সময় লক্ষ্য করেন আগড়া গ্রামের শওকত মোল্লার ছেলে মিল্টন হোসেন (৪০) ও আরও কিছু লোক চা খেতে বসার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করে গালি দেয়। তখন লুৎফর রহমান নিষেধ করে। এক পর্যায়ে মিল্টন ও লুৎফর রহমানের সাথে হাতাহাতি ঘটে। এর পর মিল্টন ও তার দলবল রামদা, লোহার রড, সাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে লুৎফর রহমানের বাড়িতে হামলা করে তার বাড়িঘর ভাংচুর করে। এসময় জাহাঙ্গীর নামে এক ব্যক্তির হুকুমে এ সন্ত্রাসী কর্মকা- চালানো হয় এবং তাদের বাড়িতে থাকা একটি মটরসাইকেল ভাংচুর করা হয়। গত ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল প্রতিদিন রাত ১২ টার পর মিল্টন লোকজন নিয়ে তাদের বাড়িতে এসে হুমকি দিয়ে বলে যায়। এই ঘটনায় লুৎফর রহমানের পরিবার প্রাণের ভয়ে বাড়িতে থাকতে পারছে না। সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, মিল্টনের পিতা শওকত মোল্যা একজন রাজাকার। তার বাবা শফিউদ্দীন মোল্যা পিস কমিটির সদস্য ছিলো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাবর আলী, কাছের তালুকদার, মিরাজ তালুকদার ও ইকতার প্রমুখ।
