বেনাপোল প্রতিনিধি
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৮ বাংলাদেশি নারীকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
সোমবার (২০ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ৮ নারীর বাড়ি যশোর, নরসিংদী, সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ভারতে পাচার হওয়া বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আইনি সহায়তা দিয়ে জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইট যশোর নামে দুটি এনজিও সংস্থা গ্রহণ করেছে।
মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারে সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানায়, ভালো কাজের প্রলোভনে পড়ে তারা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুদেশের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।
সর্বশেষ
- যশোর-২ আসনে দেশ গড়ার পরিকল্পনা প্রশিক্ষণ সফল করতে ছাত্রদলের প্রস্তুতি সভা
- অনূর্ধ্ব-১৮ ক্রিকেট : অলরাউন্ডার আরিফ বাঁচিয়ে রাখলেন সেমির আশা
- লাখো কণ্ঠের অভ্যর্থনায় স্বদেশে তারেক রহমান, বিশ্বমাধ্যমে ‘বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী’
- তরুণদের উচ্ছ্বাস, পতাকা আর স্লোগান : ঢাকায় ঝড় তুলল যশোর বিএনপি
- উই হ্যাভ অ্যা প্ল্যান : তারেক রহমান
- মাতৃভূমিতে তারেক রহমান
- যশোর-১ শার্শা আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন
- হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট
