নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১৬তম কারামুক্তি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) শহরের মোমিননগর মার্কেটের তৃতীয়তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও আয়োজক সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান মিন্টু। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সহ-সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান, মহিলা সম্পাদিকা রোকসানা আক্তার ডলি, তথ্য ও গবেষণা সম্পাদক রুহুল আমিন, গ্রন্থগার সম্পাদক মঈন উদ্দিন, যুব সম্পাদক জাহিদ হাসান, চলচ্চিত্র সম্পাদক সোহেল ইরফান, শহর শাখা সভাপতি সোহাগ বিশ্বাস, সদর উপজেলা শাখা সাধারণ সম্পাদক আখতারুজ্জামান টিটো, সহ-সভাপতি আখতারুজ্জামান ও মোমিননগর সমবায় মার্কেটের সভাপতি লোকমান হোসেন।
