নিজস্ব প্রতিবেদক
যশোর রিপন অটো প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত একটি সামাজিক সংগঠন আসাদ স্মৃতি ইনস্টিটিউশন। এ সংগঠনের পক্ষ থেকে নিয়মিত বিনামূল্য নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে নারীদের মাঝে বিনামূল্য সেলাই মেশিন ও কাপড় কেনার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। তবে সেলাই মেশিন ও কাপড় এবং উন্নত প্রশিক্ষণ থাকাও সত্ত্বেও অনেকে অর্ডার পাচ্ছিলেন না। সেই সব নারীর কর্মসংস্থান ও স্বাবলম্বীর জন্য সংগঠনের পক্ষ থেকে শহরের নলডাঙ্গা রোডে নিজস্ব কার্যালয়ের পাশে অস্থায়ী কারখানা করা হয়েছে।
কারখানায় বাণিজ্যিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য রিপন অটোস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা, ৬টি সেলাই মেশিন, ২টা ডিজিটাল সেলাই মেশিন ও একটা লক মেশিন প্রদান করা হয়েছে।
এদিকে, শুক্রবার বিকেলে চতুর্থ ব্যাচের প্রশিক্ষণে উত্তীর্ণ ১৬ জনকে বিনামূল্য সেলাই মেশিন ও নগদ ৫ হাজার টাকা এবং অন্য চারজনের সেলাই মেশিন থাকায় তাদের প্রত্যেককে ১২ হাজার টাকা করে দেয়া হয়েছে।
এ উপলক্ষে সংগঠন কার্যালয় চত্বরে ‘সামাজিক সুরক্ষা ও আমাদের দায়বদ্ধতা বিষয়ক’ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহল্লা সুরক্ষা কমিটির আহ্বায়ক খান মো. শফিক রতন, যশোর পৌরসভার নারী কাউন্সিলর শেখ রোকেয়া পারভীন ডলি, আরএন রোড ক্রীড়া চক্রের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, শাহনেওয়াজ লেলিন, দর্জি প্রশিক্ষণের সমন্বয়ক আফসানা পারভীন সায়নী, প্রশিক্ষণার্থী মারুফা হেলেনা।
রিপন অটোস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপুর পরিচালনা স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দিন রিপন।
স্বাগত বক্তব্যে তিনি আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের কার্যক্রম শুরুর স্মৃতি চারণ করেন। এছাড়া খুব শিঘ্রই সংগঠনের পক্ষ থেকে সাপ্তাহিক চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন। চিকিৎসা ক্যাম্পে গাইনি, মেডিসিন বিশেষজ্ঞসহ একাধিক ডাক্তার চিকিৎসা দেবেন।
এলাকার মাদক ও চাঁদাবাজি বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রশিক্ষণার্থী মারুফা হেলেনা বলেন, দর্জি প্রশিক্ষণের জন্য অন্য প্রতিষ্ঠানে টাকা দিতে হয়। তবে রিপন অটো আমাদের ফ্রিতে প্রশিক্ষণ দিয়েছে। শুধু প্রশিক্ষণই দেননি। সাথে সেলাই মেশিন ও নগদ টাকা দিয়েছে। যার মাধ্যমে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। পরিবারের পাশে দাঁড়াতে পারছি। তিনি রিপন অটোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যশোর পৌরসভার কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি যাতই বাধা-বিপত্তি আসুক দলমত নির্বিশেষে সবাইকে একসাথে সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
