নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, আপনারা গত ১৭ বছর যেভাবে বিএনপির পাশে ছিলেন, বিএনপি সেই অবদানের জন্য আপনাদেরকে ভুলবে না। তাই আগামী দিনে আপনাদের নিয়ে হবে ধানের শীষের বিজয়, বিএনপির বিজয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। তাই আপনারা সকলেই সতর্ক থাকবেন।
রোববার বিকালে শার্শা উপজেলার গোগা দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে প্রচারের লক্ষে লিফলেট বিতরণ শেষে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বিএনপি নেতা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা রাজপথে ছিল, যারা মামলা হামলার শিকার হয়েছে, যাদের এলাকায় সুনাম আছে, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ আছে, বিএনপি তাকেই মনোনয়ন দেবে। তাই আশা করছি, আপনাদের পছন্দের প্রার্থীকেই দল মনোনয়ন দেবে। এবং যার হাতে ধানের শীর্ষ তুলে দিবেন ঐক্যবদ্ধ ভাবে তাকে নির্বাচিত করে তারেক রহমানকে শার্শা আসনটি উপহার দিতে হবে।
গোগা ইউনিয়ন বিএনপি সহসভাপতি সরোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় এ বৈঠকে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দিন আহমেদ, কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপত সাহাবুদ্দিন, সহ-সভাপতি সাহাদুর রহমান, সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান ও সহ সম্পাদক ওলিয়ার রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
