নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত যশোর-৩ আসনের প্রার্থী দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত গণসংযোগ করেছেন। বুধবার তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের দড়াটানা মোড় থেকে গণসংযোগ শুরু করেন। এরপর এইচএম এম রোডের ব্যবসায়ী ক্রেতাসহ উপস্থিত সর্ব জন সাধারণের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের পক্ষ ভোট এবং দোয়া চান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, যশোর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর সিট কাপড় ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এবং উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী চিন্ময় সাহা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।
এদিকে যশোর জেলা এবং নগর যুবদলের নেতৃবৃন্দ শহরের আশ্রম সড়ক থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত অনিন্দ্য ইসলামের অমিতের পক্ষ থেকে গণসংযোগ করেন। এদিন সন্ধ্যায় যশোর পৌরসভার ৯ টি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে প্রচার মিছিল করেন।
সর্বশেষ
- অনূর্ধ্ব-১৮ ক্রিকেট : অলরাউন্ডার আরিফ বাঁচিয়ে রাখলেন সেমির আশা
- লাখো কণ্ঠের অভ্যর্থনায় স্বদেশে তারেক রহমান, বিশ্বমাধ্যমে ‘বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী’
- তরুণদের উচ্ছ্বাস, পতাকা আর স্লোগান : ঢাকায় ঝড় তুলল যশোর বিএনপি
- উই হ্যাভ অ্যা প্ল্যান : তারেক রহমান
- মাতৃভূমিতে তারেক রহমান
- যশোর-১ শার্শা আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন
- হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট
- যশোর-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আজাদ
