আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৫
নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে-২০২৫ ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠান হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের শুভসূচনা করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন। শোভাযাত্রাটি স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠান শেষে এআইএস পরিবার কেক কেটে দিবসটি উদযাপন করে। সারাদিন চলমান এই অনুষ্ঠানের অংশ হিসেবে বিকাল ৩টায় এআইএস বিভাগের উদ্যোগে উক্ত বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাওলাদার ইউনুস এন্ড কোং এর পরিচালক চার্টার অ্যাকাউন্টটেন্ট ও মেঘনা ব্যাংক পিএলসি এর স্বাধীন পরিচালক আলী আক্তার রিজভী। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই দিনটি তাৎপর্য ও বিশ্বজুড়ে হিসাবরক্ষক, নিরীক্ষক এবং আর্থিক পেশাদারদের অর্থনীতি ও সমাজে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি সম্পর্কে আলোকপাত করেন। তিনি সকল স্তরে একাউন্টিংয়ের গুরুত্ব তুলে ধরে তার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক আর্থিক অনুশীলনের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক তথ্যবহুল জ্ঞান বিনিময় করেন এবং ক্যারিয়ার হিসেবে তরুণদের হিসাববিজ্ঞানকে একটি মূল্যবান এবং স্থিতিশীল পেশা হিসেবে বেছে নিতে উৎসাহিত করেন।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন মেঘনা ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক দেবাশীষ পাল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ জাহাঙ্গীর আলম ও প্রভাষক তরুণ সেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এআইএস বিভাগের শিক্ষার্থী তৌফিক ইকবাল ও ফয়সাল ইকবাল।
