নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার শামস্-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত যশোরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলায় চমক দেখিয়েছে সূর্য সংঘ ক্লাব। আর তাদের এ চমকে ধরাশায়ী হয়েছে জাগরণী সংসদ।
খেলায় সূর্য সংঘ ক্লাব জাগরণী সংসদকে ২৩ রানে পরাজয়ের প্রথম স্বাদ দিয়েছে। চার ম্যাচ খেলা সূর্য সংঘের এটি দ্বিতীয় জয়। সূর্য সংঘের এই জয়ের ফলে লিগে ‘বি’ গ্রুপ থেকে সুপার নিশ্চিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এদিকে চলতি লিগে গতকালই প্রথম সেঞ্চুরি হাকিয়েছেন সূর্য সংঘের উদ্বোধনী ব্যাটসম্যান হাবিবুর রহমান পিয়াস। তিনি ১০৩ রানে অপরাজিত ছিলেন। এছাড়া অপর উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ রনি পেয়েছেন অর্ধশতকের দেখা। একই দলের বাঁহাতি স্পিনার মোহাম্মদ আরিফ দখল করেন পাঁচ উইকেট।
টস জিতে ব্যাট করতে নামা সূর্য সংঘ নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২০৩ রানের ইনিংস গড়ে। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে ঝিকরগাছার দল জাগরণী সংসদ। ৪১ ওভার এক বলে ১৮০ রানে গুটিয়ে যায় তাদের দলীয় ইনিংস।
সূর্য সংঘের ব্যাটিং ইনিংসে উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ পিয়াস ১৫২ বলে ১০ চার ও এক ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন। অপর উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ রনি ৭২ বলে আট চার ও এক ছক্কায় ৫৬ রান করেন। এছাড়া দলের অন্য কোন ব্যাটসম্যানই পারেননি দু’অঙ্কের ঘরে পৌঁছাতে। অতিরিক্ত হতে আসে ২৬ রান।
বল হাতে জাগরণীর পক্ষে সিফাত ইসলাম মিম ২৯ রানে চারটি, শামীম হোসেন ২৩ রানে তিনটি এবং একটি করে উইকেট নেন হাসানুর ও অমিত কুমার নয়ন।
জাগরণীর ব্যাটিং ইনিংসে শামীম হোসেন ১৮ বলে তিন চারে ১৬, রাজু কুমার ২৮ বলে দুই চার ও এক ছক্কায় ২১, মারুফ ৩২ বলে এক চারে ১৬, সুকান্ত বিশ্বাস এক চার ও এক ছক্কায় ১৭, অমিত কুমার নয়ন ৩০ বলে দুই ছক্কায় ১৯, হাবিব ৫২ বলে অপরাজিত ১৯ ও হাসানুর ৫২ বলে দুই চার ও চার ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন।
সূর্য সংঘের হয়ে বল হাতে মোহাম্মদ আরিফ ৩১ রানে পাঁচটি, অমি ৩০ রানে তিনটি ও একটি উইকেট নেন আবু বক্কার ৫১ রান খরচ করে।