নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের আয়শা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহারের কর্মকাণ্ডের অভিযোগ এনে গণপদত্যাগ করেছেন অভিভাবক সদস্যরা। রোববার দুপুরে স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের কাছে এ পদত্যাগপত্র জমা দেন ছয় সদস্য। ২০২১ সালের ৭ ডিসেম্বর ১০ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ।
পদত্যাগ করা সদস্যরা হলেন, ফারুক হোসেন, নওশের আলী মন্ডল, মনিরুল ইসলাম, মশিউল আজম, সেলিনা খাতুন ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য সুরাইয়া পারভীন।পদত্যাগপত্রে সবাই ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন বলে উল্লেখ করেছেন। তবে মৌখিকভাবে সব সদস্যই কমিটির সভাপতি মাজহারুল ইসলামের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেছেন বলে জানান।
অভিভাবক সদস্য মনিরুল ইসলাম অভিযোগ করেন, যে কমিটির সভাপতি একজন প্রধান শিক্ষককে হত্যার হুমকি দেয় তার নেতৃত্বে কোনো কার্যক্রম পরিচালনা করা যেতে পারে না। শিক্ষকরা সম্মানীয় ব্যক্তি। তাদের আঘাত দিয়ে দেশের সব শিক্ষকের মর্যাদাহানি ঘটিয়েছেন মাজহার।
মশিউল আজম নামে আরেক সদস্য অভিযোগ করেন, স্কুল কমিটির সভাপতির সন্ত্রাসী কর্মকান্ডে তারা লজ্জিত। নিজের ইচ্ছেমতো সভা ডেকে নিজেই স্কুলের কার্যক্রম পরিচালনা করেন মাজহার- এ দাবি এই সদস্যের। ম্যানেজিং কমিটির কোনো সভায় তাকে ডাকা হয়নি বলে অভিযোগ মশিউল আজমের। নতুন করে ম্যানেজিং কমিটি গঠন করার দাবি জানান তিনি।
এর আগে গত ২৪ মার্চ ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামকে হত্যার হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহার। এ ঘটনায় ৩১ মার্চ জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় জিডি করেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম।