নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে যশোর নব কিশলয় স্কুলে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় বিভিন্ন দুর্ঘটনায় আগুন নেভানো, প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া ও উদ্ধারকাজের প্রতীকী চিত্র তুলে ধরা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় যশোর সদর ও ক্যান্টনমেন্ট ফায়ার সার্ভিস ইউনিট এ মহড়ার আয়োজন করে।
বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে প্রতীকী ঘরে ও উঁচু ভবনে আগুন নেভানো, আগুনের ভেতর থেকে কীভাবে মানুষকে উদ্ধার করা ও গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কৌশল শেখান ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভানোর মহড়ায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।
এর আগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। তিনি বলেন, দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ফায়ার সার্ভিস প্রদর্শন করবে এটা শিক্ষার্থীদের ও অভিভাবকদের শেখা প্রয়োজন। যাতে করে কোন দুর্যোগ আসলে নিজেকে রক্ষা করা যায়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রিজিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা (প্রশাসক শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, নব কিশলয়ের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানা, কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন প্রমুখ।
এবারের দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য বিষয় অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোাগ সহনশীল ভবিষ্যৎ গড়ি।