প্রধানমন্ত্রী দেশে ফিরলে সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার অদম্য তামান্না আক্তার নূরার চিকিৎসায় শনিবার মেডিকেল বোর্ড বসেছে। সেখানে চিকিৎসকরা আমেরিকার চিকিৎসকদের সাথে কনফারেন্সের মাধ্যমে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন তামান্নার দু’হাত সংযোজন করা হবে। আপাতত পা লাগানো যাচ্ছে না। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর আগে বুধবার মেডিকেল টিমের সদস্যরা তামান্নার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করেন।
তামান্নার পিতা রওশন আলী জানান, গতকাল শনিবার মেডিকেল বোর্ডের সদস্যরা তার মেয়ের যাবতীয় শারীরিক পরীক্ষার কাগজপত্র যাচাই বাছাই করেছেন। বোর্ডে একজন জার্মান চিকিৎসক ছিলেন। সেখানে তারা অনলাইনে আমেরিকার একদল চিকিৎসকদের সাথে যোগাযোগ করেন। ঢাকার বার্ন ইনস্টিটিউটে প্রধান ডা. সামন্ত লাল সেন জানান, আপাতত তামান্নার কৃত্রিম পা লাগানো যাবে না, কেননা পা লাগানো হলে সে লিখতে পারবে না। যেকারণে দুটি হাত সংযোজন করা হবে। হাত লাগানো হলে সেই হাত দিয়ে তামান্না স্বাভাবিক কাজকর্ম করতে পারবে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে যাবতীয় প্রস্তুতি নেয়া হবে। এসময় মেডিকেল বোর্ডে প্রতিষ্ঠানের প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
তামান্নার পিতা জানান, গতকাল ধানমন্ডির ৩২ নম্বর ভবনে তামান্না বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
গত ৮ মার্চ ঢাকার বার্ন ইনস্টিটিউটে তামান্না নুরাকে ভর্তি করা হয়েছে। শিক্ষা জীবনের শুরু থেকেই পা দিয়ে লিখে একের পর এক কৃতিত্বপূর্ণ ফল অর্জন করা যশোরের তামান্না আক্তার নূরা শারীরিক প্রতিবন্ধিতা দূর হওয়ার সম্ভাবনা জেগেছে। এই অদম্য মেধাবীর দেহে কৃত্রিম দুটি হাত ও একটি পা সংযোজনের সম্ভাবনা নিয়ে মেডিকেল পরীক্ষা করা হয়।
উল্লেখ্য, জন্ম থেকেই দুই হাত ও এক পা না থাকলেও তামান্না আক্তার নুরার লেখাপড়ার পথে তা বড় বাধা হতে পারেনি। জেএসসি ও এসএসসিতে ভালো ফল করার পর এইচিএসসিতেও তিনি জিপিএ ৫ ফল অর্জন করেন।
এই অদম্য মেধাবীকে নিয়ে মিডিয়ায় খবর প্রকাশ হলে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। সরকারপ্রধান তামান্নাকে ফোন করে তার সার্বিক খোঁজখবর নেন। পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এরপর বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানাও ফোনে তামান্নার সঙ্গে কথা বলেন এবং প্রতিবন্ধকতা মোকাবেলায় সাহস দেন।
পরবর্তী সময়ে শিক্ষামন্ত্রী দীপু মনি ফোন করে শিক্ষা গ্রহণে যেকোনো প্রয়োজনে সহায়তার আশ্বাস দেন। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদও ফোন করে তামান্নার সার্বিক খোঁজখবর নেন। তার বাড়িতে যান যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিনসহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা।