নিজস্ব প্রতিবেদক
শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের খুলনা বিভাগীয় প্রতিযোগিতার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেহেরপুরকে ৪৮ রানে গুটিয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছিল যশোর। রোববার দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তুষার ইমরান-সৈয়দ রাসেলের উত্তরসূরিা। নড়াইল জেলা স্টেডিয়ামে চুয়াডাঙ্গার বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে তামিম-রাহুলরা। চুয়াডাঙ্গাকে ৭৭ রানে আটকে রেখে এক উইকেট হারিয়ে ২৪৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আসাদুল্লাহ খান বিপ্লবের শিয্যরা। যশোরের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলে খেলা দলীয় অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বল হাতে ৫ উইকেটের সাথে ব্যাট হাতে খেলেছেন অপরাজিত ৫৭ রানের ইনিংস।
চুয়াডাঙ্গা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। যশোরের দুই পেসার রাহুল হোসেন ও আবির হোসেনকে দারুন সামাল দেন ওপেন জুটি। যদিও এ সময় স্কোর বোর্ডে খুব বেশি রান জমা করতে পারেনি চুয়াডাঙ্গা। তবে স্পিন আক্রমণ আসলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত তারা ২৭ ওভার ২ বলে ৭৭ রান করতে পারে। তাদের মুনতাসির রাহুল ২৬ ও রায়োজিদ হোসেন ১৭ রান করেন। যশোরের তামিম ৮ ওভার ১ বলে ১৭ রানে ৫টি, বাঁহাতি স্পিনার সৈকত মল্লিক ১২ রানে ২টি ও মৃদুল একটি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে যশোরের দুই ওপেনার আজিজুল হাকিম তামিম ও অপরাজেয় আজাদ হিমেল। দুজনে ৭ ওভার ১ বলে ক্রিজে থেকে ৬২ রান করেন। হিমেল ২২ বলে ২টি চার ও একটি ছয়ে ১৬ রান করে সাজঘরে ফিরে যান। হিমেল সাজঘরে ফিরলেও দলের জয় নিশ্চিত করতে খুব বেশি সময় নেয়নি ওপর ওপেনার তামিম। তামিম ২৪ বলে ৬টি চার ও ৫টি ছয়ে ৫৭ রান করেন। অপর অপরাজিত ব্যাটার রাকিবুল রনি করেন ৭ রান।
চুয়াডাঙ্গার একমাত্র উইকেটটি দখল করেন শাওন হাসান।