ক্রীড়া প্রতিবেদক
শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের খুলনা বিভাগীয় প্রতিযোগিতার শিরোপা পুনরুদ্ধারের মিশনে আজ শুক্রবার মাঠে নামবে যশোর। নড়াইল জেলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে যশোরের প্রতিপক্ষ মেহেরপুর জেলা। বৃহস্পতিবার বিকেল চারটায় লোকাল বাসে নড়াইলের উদ্দেশ্য রওনা হয় খেলোয়াড় কর্মকর্তা।
এদিকে দল যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের খেলোয়াড় কোচদের নাম ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যর দলে চারজন পেসার ও দুইজন স্পিনার রাখা হয়েছে। এছাড়া অলরাউন্ডার আছে দুইজন। দুইজন উইকেটকিপার রাখা হয়েছে দলে। খেলোয়াড় তালিকায় দলের অধিনায়কের নাম দেয়া হয়নি। তবে অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে খেলা আজিজুল হাকিম তামিমকে দলের অধিনায়ক করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া দলে থাকা অধিকাংশ খেলোয়াড়ই যশোরের বয়স ভিত্তিক দলের পরিচিত মুখ। প্রথমবারের প্রথম দলে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার সাজ্জাদ হোসেন শান্ত ও বাঁহাতি স্পিনার সৈকত মল্লিক।
এবার দলের কোচ করা হয়েছে আসাদুল্লাহ খান বিপ্লব। বিপ্লবের সহকারি করা হয়েছে গৌতম দত্তকে। যদিও কোচ ও সহকারি কোচ দুজনই ভারত থেকে ফিরে দলের সাথে যোগ দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ আজিমুল হকের অধীনে দলীয় অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলেছে খেলোয়াড়রা।
গত বছর খুলনা ও বরিশাল বিভাগের ১৬টি জেলা দল নিয়ে দক্ষিণ অঞ্চলের প্রতিযোগিতা হলে এবার হবে শুধুমাত্র খুলনা বিভাগীয় প্রতিযোগিতা। যশোর জেলা দল খেলবে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে অন্য দলগুলো মেহেরপুর ও চুয়াডাঙ্গা।
আজ নড়াইল জেলা স্টেডিয়ামে মেহেরপুরের বিপক্ষে মিশন শুরু করবে যশোর। পাঁচ নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে যশোরের প্রতিপক্ষ চুয়াডাঙ্গা। সাত নভেম্বর দ্বিতীয় লেগের প্রথম ম্যাচ আবার মেহেরপুরের মুখোমুখি হবে যশোর।
জেলা কোচ আজিমুল হক বলেন, এবার শক্তিশালী দল গঠন করা হয়েছে। এবার দলে সকলেই কোয়ালিটি সম্পন্ন খেড়োয়াড়। চুয়াডাঙ্গা ও মাগুরা জেলাসহ বেশকয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলানো হয়েছে। এরা যদি কঠোর পরিশ্রম করে জাতীয় বয়স ভিত্তিক দলের ক্যাম্পে সুযোগ পেতে পারে। স্বাভাবিক খেলা খেলতে পারে তাহলে ভাল ফল আশা করা যেতে পারে।
২০২১ সালে দক্ষিণাঞ্চলের চ্যাম্পিয়ন হয় যশোর। গতবছর গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় যশোর।
দলের খেলোয়াড়রা হলেন : আজিজুল হাকিম তামিম, আদ্রিব জামান বর্ণ, রাকিবুল হোসেন রনি, উইকেটকিপার সোহানুর রহমান, সাঈদ আনোয়ার, রাহাত পারভেজ, আবেদ হোসেন, রাহুল হোসেন, অপরাজেয় আজাদ হিমেল, আবির হোসেন, সাদমান খান, সাজ্জাদ হোসেন শান্ত, সৈকত মল্লিক, এসএস করিমু হোসেন মৃদুল, তানজীব রশিদ আরাফ। অপেক্ষামান তালিকায় মুকিত বিশ্বাস, শহীদ রহমান আবির ও লাবিব হোসেন।