নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি যশোর শহরের মুজিব সড়কস্থ কার্যালয়ে গভীর রাতে চুরির ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার ১৩ মার্চ রাতে মামলাটি করেছেন শহরের টিবি ক্লিনিক রোড বেজপাড়ার বাসিন্দা ও সংগঠনের যশোর শাখার সাধারণ সম্পাদক সদর উদ্দীনের ছেলে আব্দুল খালেক। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় বলা হয়েছে, সমিতির অফিস যশোর শহরের সার্কিট হাউসের বিপরীত প্রান্তে দোতলায় অবস্থিত।
প্রতিদিনের ন্যায় তিনি বিকেল ৫ টায় অফিস কক্ষ এবং অফিসে প্রবেশের গেট তালাবদ্ধ করে অফিস ত্যাগ করে। সকাল ৮ টায় সমিতির প্রশাসনিক কর্মকর্তা রথীন্দ্র নাথ সাহার মাধ্যমে জানতে পারেন গত ১২ মার্চ মধ্যরাতে কে বা কারা মূল ভবনের প্রবেশের গেট ও সিঁড়ি ঘরের গেটের তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে এবং অফিসের সভাকক্ষ, অফিস কক্ষ ও সভাপতির কক্ষ ভেঙ্গে চুরি করেছে। সমিতির কার্যালয়ে থাকা ৪০ হাজার টাকা মূল্যের টেলিভিশন, ৪০ হাজার টাকা কম্পিউটার ও ২০ হাজার টাকা দামের একটি ইউপিএস মালামালসহ ১ লাখ ২০ হাজার টাকার মালামার চুরি হয়ে যায়।