নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী নতুন বাজারে মুরাদ হোসেন সরদার হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে শাহীন মোল্লা (২২) ও শাহীনুর রহমান (২২) নামে দুই যুবককে আটক করেছে সিআইডি পুলিশ। গত সোমবার দিবাগত রাত ৪টার দিকে ধোপাদী নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক শাহীন মোল্লা ধোপাদী দক্ষিণপাড়ার শাহিদুল মোল্লার ছেলে ও শাহীনুর রহমান ধোপাদী নতুন বাজার এলাকার খলিলুর রহমানের ছেলে।
সিআইডি পুলিশ পরিদর্শক সুব্রত কুমার পাল জানান, ২০২০ সালের মার্চ মাসে অভয়নগর উপজেলার ধোপাদী নতুন বাজারে ক্রিকেট খেলা নিয়ে গোলযোগে মুরাদ হোসেন সরদার নামে এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় নিহতের পিতা মাহাবুল সরদার ১৫ জনকে আসামি করে অভয়নগর থানায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে তিনি তদন্ত করছেন। তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, হত্যার সাথে ধোপাদী দক্ষিণপাড়ার শাহিদুল মোল্লার ছেলে শাহীন মোল্লা ও ধোপাদী নতুন বাজার এলাকার খলিলুর রহমানের ছেলে শাহীনুর রহমান জড়িত।
এর পরিপ্রেক্ষিতে গত সোমবার দিবাগত রাত ৪টার দিকে ধোপাদী নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ হোসেন সরদার হত্যার বিষয়ে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার আটক যুবকদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।