মণিরামপুর প্রতিনিধি
অল্পের জন্য প্রাণে বেঁচে গেল প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী। বুধবার দুপুরে মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরের পুকুরের পানিতে ডুবে ফাতেমা, মার্জিয়া ও আপিফা তাজরিন নামে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহতরা তিনজনই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাঁতার দেখতে এই তিন শিক্ষার্থী পুকুর পড়ে দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন দিক থেকে কে বা কারা তাদেরকে ধাক্কা দিলে গভীর পানিতে ডুবে যায় তারা। স্থানীয় লোকজন তাদেরকে দ্রুত উদ্ধার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে আব্দুল মতিন নামে এক অভিভাবক উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। এ ঘটনা তদন্তের জন্য একজন সহকারী শিক্ষা অফিসারকে তাৎক্ষণিক দায়িত্ব দেয়া হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অফিসার ইসমত আরা পারভিন নিশ্চিত করেছেন।