নিজস্ব প্রতিবেদক :
যশোরে অস্ত্র ও গুলিসহ আটক কবিরুল ইসলাম মিঠুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামি কবিরুল শহরের নাজির শংকরপুর চাতালের মোড় রহিমের বাড়ির ভাড়াটিয়া এবং সাতক্ষীর কলারোয়ার রইটা গ্রামের বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২৬ জানুয়ারি রাত ১০ টার দিকে ডিবি পুলিশের একটি টিম শংকরপুর টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে কবিরুলকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার পর তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মামুন পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সোমবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
