নিজস্ব প্রতিবেদক
আইএফআইসি ব্যাংক পিএলসি যশোর শাখার উদ্যোগে গতকাল দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক কাজী মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও হাসান এন্ড সন্সের সত্ত্বাধিকারী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্ডান হসপিটালের সত্ত্বাধিকারী আসাদুজ্জামান এবং যশোরের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ আব্দুল মোহাইমান।
অনুষ্ঠানে ব্যাংকের শাখা ব্যবস্থাপক কাজী মনিরুল ইসলাম বলেন, “আইএফআইসি ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি সমাজের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি এবং আজকের এই ইফতার মাহফিল তারই একটি উদাহরণ।”
অতিথিরা ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এরপর এক সংক্ষিপ্ত দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের সামাজিক উদ্যোগ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং ব্যাংক ও সমাজের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।”