নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ যশোর জেলা শাখার সম্মেলনে সুকুমার রায়কে সভাপতি ও নব কুমার কুন্ডু সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার যশোর আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইনজীবী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী বিভাস চন্দ্র বিশ্বাস।
সুকুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদরের জেলা সভাপতি সন্তোষ কুমার দত্ত, সাধারণ সম্পাদক তপন কুমার ষোঘাল,
অ্যাডভোকেট ভীম সেন দত্ত, অ্যাডভোকেট জীবন রতন দত্ত, খ্রিস্টান এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদরে উপজেলা সভাপতি তীমির ঘোষ, তন্ময় মন্ডল প্রমুখ। সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নব কুমার কুন্ডু।
নবনির্বাচিত অন্যান্য পদের নেতৃবৃন্দরা হলেন, সহসভাপতি মনরঞ্জন কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক গৌর চান মন্ডল, গোপী নাথ রায় চৌধুরী, দীপক কুমার, কোষাধ্যক্ষ শ্যামল কুমার মজুমদার, সহ কোষাধ্যক্ষ পলাশ সরকার, সাংগঠনিক সম্পাদক যতীন্দ্র নাথ রায় তাপস, সহ সাংগঠনিক সম্পাদক অশোক কুমার বিশ্বাস, দফতর সম্পাদক দেবব্রত কুমার রায় দিলীপ,
সহ দফতর সম্পাদক কিশোর কুমার সাহা, লিগ্যাল এইড সম্পাদক সৌমিত্র রায়, সহ লিগ্যাল এইড সম্পাদক উজ্বল কুমার সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক জ্যোতির্ময় মৈত্র, সহ তথ্য ও গবেষণা সম্পাদক সঞ্জয় সরকার, প্রচার ও প্রকাশনা স্পাদক অজিত কুমার দাস,
সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রবীর চক্রবর্তী, সমাজ কল্যাণ সম্পাদক শান্তনু সরকার পল্টন, সহ সমাজ কল্যাণ সম্পাদক পলক কুমার মৈত্র, মহিলা বিষয়ক সম্পাদক যুথিকা ঘোষ, সহ মহিলা বিষয়ক সম্পদক স্বপ্না তরফদার, সাংস্কৃতিক সম্পাদক বাসুদেব বিশ্বাস ও সহ সাংস্কৃতিক সম্পাদক তুহীন চন্দ্র মজুমদার। কমিটির নির্বাহী সদস্যসহ অন্যান্য পদের বাকি নেতৃবন্দ নির্বাচন করবেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।