দেলোয়ার কবীর: প্রচণ্ড শীতে যখন সারাদেশ কাঁপছে, কষ্ট পাচ্ছে নিম্নবিত্ত ও দরিদ্র মানুষ, জীবন যখন স্থবির, ঠিক সে মুহূর্তে শীত থেকে রক্ষা পেতে রাস্তায় নেমেছে কর্মজীবী দরিদ্র মানুষ, দোকানদার।
কিন্তু রেহাই নেই কামড়েধরা শীত থেকে।
তাই শীত নিবারনে রাস্তার পাশে পড়ে থাকা কাগজ, খড়কুটো দিয়ে লাগিয়েছেন আগুন যদি কিছুটা রেহাই পাওয়া যায়।
শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর খাদ্যগুদাম এলাকা থেকে ছবিটি তুলেছেন নিজস্ব প্রতিবেদক দেলোয়ার কবীর