ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ১৬ সদস্যের এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় দলে ঢুকেছেন সৌম্য সরকার। আফগানিস্তান সিরিজে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সামলাবেন জাকের আলী অনিক।
সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না বাংলাদেশের অধিনায়কের।
তার জায়গায় আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরতে যাচ্ছেন সৌম্য। বর্তমানে খুলনার হয়ে এনসিএল টি-টোয়েন্টি খেলছিলেন এই ওপেনার। এবার সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।
এনসিএল টি-টোয়েন্টিতে খুলনার হয়ে ব্যাট হাতে অসাধারণ ফর্মে আছেন সৌম্য। এখন পর্যন্ত খেলা দুই ম্যাচেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন তিনি। রাজশাহীর বিপক্ষে ছয়টি চার ও চারটি ছক্কায় ৩৪ বলে ৬৩ এবং ঢাকা মেট্রোর বিপক্ষে চারটি চার ও তিনটি ছক্কায় ৩৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
এদিকে চোট থেকে সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে লিটনের। সেক্ষেত্রে ওয়ানডে সিরিজেও অনিশ্চিত এই উইকেটরক্ষক ব্যাটার। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ২২ সেপ্টেম্বর অনুশীলন করে বাংলাদেশ। সেদিন অনুশীলনের সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েন লিটন।
তাৎক্ষণিকভাবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয় ডানহাতি ব্যাটারের চোট খুব বেশি গুরুতর নয়। যদিও সেটা শেষ পর্যন্ত আর হালকা চোটে সীমাবদ্ধ থাকেনি। ভারতের বিপক্ষে লিটনকে খেলাতে ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট।
মেডিকেল বিভাগের সবুজ সংকেত না পাওয়ায় সেই ম্যাচে খেলতে পারেননি তিনি। একই কারণে পাকিস্তানের বিপক্ষেও খেলা হয়নি বাংলাদেশের অধিনায়কের। ডানহাতি ব্যাটারের অনুপস্থিতি জাকের আলী ভারত ও পাকিস্তান ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
লিটনের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, ‘লিটন এশিয়া কাপের শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি সাইড স্ট্রেইনের কারণে। এমআরআই স্ক্যানে দেখা গেছে তার বাম পাশের অ্যাবডোমিনাল মাংসপেশীতে গ্রেড-১ স্ট্রেইন হয়েছে। তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এবং টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না। মেডিকেল টিম তাঁর রিহ্যাব তত্ত্বাবধান করবে এবং অগ্রগতি পর্যবেক্ষণ করবে।
আফগানিস্তান সিরিজের জন্য ২৭ সেপ্টেম্বর টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল ঘোষণা করবে বাংলাদেশ। আগামী কয়েক দিনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা। বর্তমানে এনসিএল টি-টোয়েন্টিতে খেলছেন তারা। ২, ৩ ও ৫ অক্টোবর শারজাহতে হবে টি-টোয়েন্টি সিরিজ। পরবর্তীতে ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে হবে তিনটি ওয়ানডে।
আফগানিস্তান সিরিজে বাংলাদেশের স্কোয়াড- সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।