নিজস্ব প্রতিবেদক
ডা. আব্দুর রাজ্জাক মেমোরিয়াল ট্রাস্ট ও এসএম কামাল উদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষক-কর্মচারীদের পারফরমেন্স অ্যাওয়ার্ড, শিক্ষার্থীদের বৃত্তি, পাঠ্যবই ও ইউনিফর্ম প্রদান করা হয়েছে। মঙ্গলবার ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের আয়োজনে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সাভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রাস্ট পরিবারের প্রতিনিধি মামুনুর রশীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. আহসান হাবীব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি প্রকৃত মানুষ হতে চাও, তাহলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে। সেই আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে। পরে শিক্ষক-কর্মচারীদের পারফরমেন্স অ্যাওয়ার্ড, শিক্ষার্থীদেরকে বৃত্তি, পাঠ্যবই ও ইউনিফর্ম প্রদান করেন তিনি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুল পরিদর্শক সিরাজুল ইসলাম, কলেজটির সাবেক অধ্যক্ষ সুলতান আহমেদ, উপাধক্ষ্য মঞ্জুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি তরফদার কায়সার পারভীন, জসিম উদ্দিন, মনিরুল ইসলামসহ কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ।